লাখাইয়ে সুতাং ব্রীজের লাখাই অংশে ব্লক ধসে মরন ফাঁদে পরিণত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৮ PM, ১৯ অগাস্ট ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুতাং ব্রীজের লাখাই অংশে ব্রীজের পশ্চিমে দক্ষিণ পাশের ব্লক ধসে মরন ফাঁদে পরিণত।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় বিগত বেশ কয়েকদিন পূর্বে লাগাতার ভারী বৃষ্টি বর্ষনের ফলে সুতাং ব্রীজের পশ্চিমে লাখাই অংশে দক্ষিণের ব্লক ধসে মরন ফাঁদে পরিণত হয়েছে। এতে করে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। অতিবৃষ্টির ফলে ব্লক ধসে  দেখা দিয়েছে নানা সমস্যা। বর্তমানে এই দূর্ঘটনা থেকে রক্ষার জন্য সড়কে দিয়েছে মাটির বাধ।
এ ব্যাপারে মেসার্স জামিল ইকবাল কনষ্ট্রাকশন প্রতিস্টানের ইন্জিনিয়ার সুতাংশু’র সাথে যোগাযোগ করে মেসার্স জামিল ইকবালের মোবাইল নম্বর চাইলে তিনি দিতে অস্বীকার করে ফলে জামিল ইকবালের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান সুতাং ব্রীজের লাখাই অংশের  ভারী বৃষ্টি বর্ষনের ফলে  ব্লক ধসে গিয়েছে মর্মে আমি জানতে পেরেছি।আমি এ বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট মেসার্স জামিল ইকবাল কে এ সমস্যার সমাধান করে দেয়ার জন্য চিঠি দিয়েছি। তবে সংশ্লিষ্ট মেসার্স জামিল ইকবাল যদি এ সমস্যার সমাধান না করে তবে আমরা নিজেরাই এ সমস্যার সমাধান করে দিব।
তিনি আরো জানান সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স  জামিল ইকবাল যদি সমস্যার সমাধান না করে তা হলে ঐ ঠিকাদারের জামানত থেকে অর্থ কর্তন করে দেয়া হবে।
এ ব্যাপারে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে পরিবহনের মালিক ও যাত্রীদের সাথে আলাপকালে তারা জানান জরুরী ভিত্তিতে সৃষ্ট সমস্যার সমাধানের দাবী জানান।

আপনার মতামত লিখুন :