লাখাইয়ে সিএনজির ভাড়া নৈরাজ্য ভোগান্তি যাত্রী সাধারণের
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই সড়কে সিএনজির ভাড়া নৈরাজ্যের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে উপজেলা প্রশাসন কর্তৃক ভাড়া নির্দ্ধারিত করে দিলেও মানছে না সিএনজি ড্রাইভাররা।
এ ব্যাপারে হবিগঞ্জ লাখাই সড়কের সিএনজি ড্রাইভার মালিক সমিতির সভাপতির সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ভাড়া বর্ধিত করিনি। তবে গ্যাসের সমস্যার কারনে ড্রাইভাররা ৪০ টাকার স্থলে ৫০ নিচ্ছে বলে আমি শুনেছি।
তিনি আরো জানান, গ্যাস সংকটের কারনে ড্রাইভাররা এলপি গ্যাস ব্যবহার করেছে বলেই হয়তো ভাড়া ১০ টাকা বেশী নিচ্ছে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলার সুলতান মাহমুদপুরের ইউনুছ আলীর ছেলে আবেদ আলী জানান, গ্যাস সংকট তাই এলপি গ্যাসের মাধ্যমে গাড়ী চালাইতে হয়, তাই আমরা ভাড়া বেশী নিচ্ছি।
গাড়ীর রোড পারমিট আছে কি না জানতে চাইলে তিনি জানান, রোড পারমিট নাই। তবে রোড পারমিট নিতে হলে গাড়ী বিক্রি করে দিলেও সেই গাড়ীর রোড পারমিট নবায়ন করা সম্ভব হবেনা তাই রোড পারমিট ছাড়াই গাড়াী চালাইতেছি।
ড্রাইভিং লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি জানান, হবিগঞ্জ জেলায় যত সিএনজি ড্রাইভার আছে তন্মধ্যে ২শত ড্রাইভারের লাইসেন্স আছে কি না সন্দেহ আছে।
ভাড়া নৈরাজ্যের বিষয়টি জরুরী ভিওিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী সাধারণ।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার নজরে এসেছে। অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
