লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১২ PM, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আমজাদ হোসেন শিকদার নামে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে পুলিশ গ্রেপ্তার করেছে।

লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার এ এস আই সাদেকুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে রবিবার (১৭ সেপ্টেম্বর)  তথ্য প্রযুক্তি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা উত্তরার পুলিশের সহায়তায় রাত ১০টায় লাখাই ইউনিয়নের রুহিতনশী গ্রামের মৃত হেলিম উদ্দীনের ছেলে আমজাদ হোসেন শিকদার (শাকিল) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ বিচারিক আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার (১৮ সেপ্টেম্বর)হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :