লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ গ্রেপ্তার ৬

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৫ PM, ০৩ অগাস্ট ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাই থানার পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ গ্রেপ্তার ৬ জন।

আসামীরা হলেন- খসরু মিয়া, কাকুলী দাস, কমলা দাস, অঞ্জন দাস, সহদেব দাস, আফরোজ মিয়া।

লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক( এস আই) ফারুক খন্দকার, উপ-পরিদর্শক জহির আলী, মৃদুল কুমার ভৌমিক, বিপুল চন্দ্র দেবনাথ, জালাল আহমেদ, সহ- উপ-পরিদর্শক (এএসআই)  আবেদ বলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ

বুধবার (২ আগষ্ট)  দিবাগত রাতে যৌথ বিশেষ অভিযান চালিয়ে  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বামৈ গ্রামের আজিজুর রহমানের ছেলে খসরু মিয়া, পূর্ব বুল্লা গ্রামের মহাদেবের মেয়ে কাকুলী দাস, মহাদেবের স্ত্রী কমলা রানী দাস,মহাদেবের ছেলে অঞ্জন কুমার দাস, মৃত বিশ্বাস দাসের ছেলে মহাদেব দাস ও মৃত মর্তুজ আলীর ছেলে আফরোজ মিয়াকে তাদের বাড়ীতে যৌথ অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামীদের কে বৃহস্পতিবার ( ৩ আগষ্ট) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :