লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামিল হোসেন কে লাখাই থানার পুলিশ গ্রেপ্তার করেন।
লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (১১ ই মে) দিবাগত রাতে এস আই বিপুল চন্দ্র দেবনাথ ও এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে করাব ইউনিয়নের করাব গ্রামের (দক্ষিন পাড়া) মরম আলীর ছেলে জামিল হোসেন কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।
সুত্র আরো জানায়, আসামীর নামে মাধবপুর থানার জি আর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ (ও/সি) মোহাম্মদ নুনু নিশ্চিত করেছেন।

