লাখাইয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৯ PM, ০৩ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাইয়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার ৬ জন।

জানা গেছে, গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ টিম এস আই ফজলে রাব্বি, এস আই সোহাগ ফকির, এস আই আবেদ আলী, এ এস আই সুমন চন্দ্র রায়, এ এস আই মফিজুল ইসলাম সহ একদল পুলিশ  অভিযান চালিয়ে লাখাই উপজেলার হোসেন পুর গ্রামের সাজাপ্রাপ্ত আসামী বয়ন মিয়ার ছেলে তাহের আলী,  ফুলবাড়ীয়া গ্রামের মৃত সফর উদ্দীনের ছেলে খাইর উদ্দীন, পশ্চিম রুহিতনশী গ্রামের মত আঃ কাইয়ুমের ছেলে হারুন মিয়া, মোড়াকরি গ্রামের খসরু মিয়ার ছেলে কুদ্দুস মিয়া একই গ্রামের মাহফুজ মিয়ার ছেলে ছোট্র মিয়া, মারুগাছ গ্রামের মৃত ভিংরাজ মিয়ার ছেলে জয়নাল আবেদীনদের কে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আজ ৩ সেপ্টেম্বর শনিবার আসামীদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামীদের গ্রেপ্তারের বিষয়টি থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আসামী গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :