লাখাইয়ে সরঞ্জামাদীসহ ৫ জুয়াড়ি আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৪ PM, ২৬ অক্টোবর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে তাস খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, লাখাই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১১টা দিকে এস আই সদরুল হাসান খান, এস আই মিজান উল হক, এস আই শৈলেশ চন্দ্র দাস ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে পশ্চিম বন্দে অভিযান চালায়। এসময় জুয়া খেলার তাস ও নগদ ৫ হাজার ২শত টাকা সহ তেঘরিয়া গ্রামের ছোয়াব আলীর ছেলে ফারক মিয়া(২৯) মৃত গনি মিয়ার ছেলে এংরাজ মিয়া (৬২) মৃত আলী হেসেনের ছেলে মজিবুর রহমান (৫৫) মহরম আলীর ছেলে মোঃ হেলিম মিয়া (৪২) মৃত ছোরাব আলীর ছেলে জহির মিয়াকে (৪৮) আটক করে।

আসামীদের বিরুদ্ধে লাখাই থানার এসআই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে।

আটককৃত আসামীদেরকে আজ ২৬ অক্টোবর বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :