লাখাইয়ে সন্দেহভাজন দুই আসামী আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৪ PM, ১০ অগাস্ট ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে সন্দেহভাজন সাদেক মিয়া ও মধু মিয়া নামে দুই আসামীকে আটক করে লাখাই থানার পুলিশ।

লাখাই থানা সুত্রে জানা যায় বুধবার (৯ আগষ্ট)  দিবাগত রাতে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় মোড়াকরি সিএনজি ষ্ট্যান্ডে এলাকায় রাত অনুমান ১২ টায় ঘুরাঘুরি করলে পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস মোড়াকরি গ্রামের ছফিল মিয়ার ছেলে সাদেক মিয়া (১৯) ও মৃত আঃ মালেকের ছেলে মোঃ মধু মিয়া (৩২) কে এত রাতে সিএনজি ষ্ট্যান্ড এলাকায় কেন ঘুরাঘুরি করছেন জিজ্ঞেস করলে আসামীরা সঠিক উত্তর দিতে না পারায় আসামীরা কোম ধর্তব্য অপরাধের সাথে জড়িত সন্দেহে আসামীদের কে কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।

আটক আসামীদের কে বৃহস্পতিবার (১০ আগষ্ট) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :