লাখাইয়ে শিল্পকারখানার দূষিত বর্জ্যে মরল মাছ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪১ AM, ১০ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরস্থ শিল্প কারকানার দূষিত বর্জ্যের কারনে লাখাইর মুড়িয়াউক ও সাতাউক গ্রামের হাওড়ে ও বিলের মাছ মরে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত আগষ্ট মাসের শেষের দিকে যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে হবিগঞ্জ জেলা প্রশাসক লাখাই উপজেলার মৎস্য বিভাগ ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদনের নির্দেশনা প্রদানের প্রেক্ষিতে লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিছ তালুকদার মুড়িয়াউক ও সাতাউক গ্রামে হাওড় ও কানাই নদী এবং বিলে সরেজমিনে তদন্তপূর্বক ঘটনা সত্য মর্মে প্রতিবেদন দাখিল করে।

ওই প্রতিবেদন সুত্রে জানা যায়, তিনি তার প্রতিবেদনে বলেছেন শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার দূষিত ও অপরিশোধিত বর্জ্যের পানির কারনে লাখাই উপজেলার সাতাউক ও মুড়িয়াউক এলাকার খাল, বিল ও কানাই নদীর মাছ মরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন তদন্তক্রমে এক প্রতিবেদন বলেন, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় স্থাপিত বিভিন্ন শিল্পকারখানার দূষিতবর্জ্যের ও অপরিশোধিত বিষাক্ত পানির কারনে ঔ এলাকার মাছ মরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি তার প্রতিবেদনে আরো উল্লেখ করেন, পরিবেশ অধিদপ্তর বিভাগ ও মৎস্য বিভাগকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর গত ৪ সেপ্টেম্বর স্বারক নং ০৫ /৪৬/৩৬৩৬/০০১/০১/২৩০/২১/-৬৬৯ এক তদন্ত প্রতিবেদন প্রেরন করছেন  মর্মে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রতিবেদন সুত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :