লাখাইয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে যাত্রীদের কাছ থেকে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
জানা গেছে, হবিগঞ্জ থেকে বামৈ বড় বাজার পর্যন্ত ভাড়া নির্ধারন করা হয়েছে ৪০ টাকার স্থলে ড্রাইভাররা ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছে থেকে ৫০ টাকা।
এই নিয়ে প্রায় সময়েই ড্রাইভার ও যাত্রীদের মাঝে বাকবিতন্ডা হতেও দেখা গেছে। এই বিষয়টি গণযোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এক গণযোগাযোগ বার্তায় তিনি বলেন, সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্দেশনা অমান্য করে লাখাই উপজেলার বিভিন্ন জায়গায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ এসেছে।
সংশ্লিষ্ট সিএনজি ও অন্যান্য মোটর গাড়ির মালিক, ড্রাইভারদের নির্দেশনা দেয়া যাচ্ছে তারা যেন ধার্যকৃত ভাড়া যাত্রীদের নিকট থেকে আদায় করেন। এর বেশি ভাড়া দাবী করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সিএনজি ড্রাইভারদের ভাড়ার চার্ট ও গাড়িতে ঝুলিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন।

