লাখাইয়ে মৎস্য কর্মকর্তা ইদ্রিছ তালুকদের বিদায় সংবর্ধনা দিল অফিসার্স ক্লাব
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার কে বিদায় সংবর্ধনা দিয়েছে লাখাই উপজেলা অফিসার্স ক্লাব।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল লাখাই উপজেলা অফিসার্স ক্লাবে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন উপস্থিত থেকে বিদায়ী মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিছ তালুকদারকে বিদায় সংবর্ধনার সম্মাননা ক্রেস্ট তুলে দেন অফিসার্সবৃন্দ।
সম্প্রতি তিনি লাখাই উপজেলা থেকে বদলি হয়েছেন। রাতে অফিসার্স ক্লাব,লাখাই কর্তৃক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন।
বিদায়ী মোঃ ইদ্রিস তালুকদার একজন নিষ্ঠাবান, সজ্জন কর্মকর্তা হিসেবে পরিচিত ব্যাক্তি এবং আমরা তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য প্রদান করেন।

