লাখাইয়ে মানবিক ইউএনও’র হস্তক্ষেপে নয়নতারা পেল ৫০ হাজার টাকা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৯ PM, ১৮ জুলাই ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে মানবিক ইউএনও’র হস্তক্ষেপে নয়নতারা পেল ৫০ হাজার টাকা।

জানা গেছে, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের কার্যালয়ে ১৮ জুলাই সোমবার দুপুর ১টায় নয়নতারার মা করপুনেছা, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, টাকা দাতা মৃত হাজী নুর আহাম্মদের ছেলে রফিকুল ইসলাম সহ সবার উপস্থিতিতে নয়নতারাদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন।

উল্লেখ্য, গত ১১ জুলাই সন্ধার সময় নয়নতারার স্বামী শাহিন ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেপ্তার হলে পরের দিন ১২ জুলাই মহল্লবাসী নয়নতারার বসবাসের ঘর ভেঙ্গে ফেলে।

খবর পেয়ে তাৎক্ষনিক ইউএনও ঘটনা স্থলে পৌছে লাখাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক সহ উপস্তিত সময়ে আপাততঃ মাথা গুজার ঠাই করে দেন নয়নতারার পরিবারকে।

এরই প্রেক্ষিতে নয়নতারার মামাতো ভাই রফিকুল ইসলাম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উওর পশ্চিমে ১৩ শতক জমি সাফকবলা করে দিবেন মর্মে ইউএনও’র কাছে অঙ্গীকার করে।

স্থান পরিবর্তনের জন্য আজ ৫০ হাজার টাকার মাধ্যমে দফারফা করা হয়।

এ ব্যাপারে নয়নতারা ও তার মা করপুননেছার সাথে আলাপ কালে তারা এ প্রতিনিধিকে জানান আমরা এতে সন্তুষ্ট।

আপনার মতামত লিখুন :