লাখাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ দুইজন গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা; লাখাই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিরুল ইসলাম নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায় মঙ্গলবার ( ২২ আগষ্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদক আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে এ এস আই আবেদ আলী, এ এস আই নাজমুল হায়দার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের মোঃ মুজাম্মিলের ছেলে জাহিরুল ইসলাম।
অপর এক অভিযানে পর্নোগ্রাফি নিয়মিত মামলার আসামী কে পুলিশের উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে একই রাতে বামৈ পূর্ব গ্রামের আজদু মিয়ার ছেলে এবাদুল হক মামুন কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে বুধবার ( ২৩ আগষ্ট) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে ।
এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান আসামী এবাদুল হক কে পর্নোগ্রাফি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামী জাহিরুল ইসলাম কে বিজ্ঞ আদালত মাদক আইনে ২ বছর ৩ মাস সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রাপ্ত আসামী ও নিয়মিত মামলার আসামী কে গ্রেপ্তার করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।

