লাখাইয়ে মাকে নির্যাতন করায় ছেলেকে পুলিশে দিল মা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৪ PM, ০৯ অগাস্ট ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে মাকে অত্যাচার করায় ছেলে আনোয়ার কে পুলিশে দিল মা।
লাখাই থানা সুত্রে জানা যায় বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী কে ছেলে আনোয়ার মাকে দীর্ঘদিন যাবত শারীরিক ভাবে নির্যাতন করায় মা ছেলের অতিষ্ঠ হয়ে লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
দরখাস্থের প্রেক্ষিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় লাখাই থানার পুলিশের সহ উপ-পরিদর্শক (এ এস আই) নাজমুল হায়দার সঙ্গীয় পুলিশ ফোর্স বুধবার (৯ আগষ্ট)  সকাল ১১টায় ভাদিকারা গ্রামের মৃত মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ আনোয়ার মিয়া (৩০) কে তার বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক আসামীকে গতকাল বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :