লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৫ PM, ১৭ জুলাই ২০২৩

Spread the love
স্টাফ রিপোর্টার;
লাখাইয়ে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা  করে অর্থ আদায় করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলার বুল্লা বাজার ও কালাউক সড়ক  বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
সূত্রে জানা যায়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ধূমপান নিয়ন্ত্রণ আইনে ৫ টি মামলায় ৫ টি প্রতিষ্ঠান কে ২ হাজার ২ শত টাকা জরিমানা করা হয় এবং বুল্লা বাজার সংলগ্ন হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে রাস্তায় যানজট সৃষ্টকারীদের সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র  সোম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার একদল পুলিশ।
লাখাই উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :