লাখাইয়ে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে ডাক্তার না হয়েও তিনি ডাক্তার পরিচয় দিয়ে এলাকার সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন মর্মে খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলার বামৈ আলাউদ্দীন মার্কেটে রাধে শ্যাম হোমিও চেম্বার খুলে নিজেকে একজন ডাক্তার পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাধারন সহজ সরল মানুষ কে ফাঁদে ফেলে হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ ও পাওয়া গেছে। এ ছাড়াও ঐ চেম্বারের সাইনবোর্ডে দেখা গেছে যে তিনি ডাক্তার নাম ব্যবহার করছে।
এ ব্যাপারে রাম রঞ্জন চৌধুরীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একজন ডি এইচ এম এস (বি এইচ বি) যার রেজিষ্ট্রেশন নং ৩১০৭৩ বোর্ড কর্তৃক অনুমোদিত। তাই আমি ডাক্তার উপাধী ব্যবহার করছি।
মহামান্য হাইকোর্ট বি এম ডি সি ব্যতিত কেহ ডাক্তার উপাধি লিখতে পারবেনা মর্মে রুল জারী করেছে সেই আদেশ মানছেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, হোমিওপ্যাথিক বোর্ড যতক্ষন পর্যন্ত আমাকে নির্দেশ না দিবে ততক্ষন পর্যন্ত আমি ডাক্তার উপাধি দিয়েই যাব।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্তা নেয়া হবে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আবু হেনা মোস্তফা জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, যদি এমন কেউ করে থাকে তা হলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

