লাখাইয়ে ভাদিকারা চানপাড়া রাস্তার কালভার্ট এখন মরন ফাঁদ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা ৯ নম্বর ওয়ার্ডের চানপাড়া ইছব আলীর বাড়ীর সংলগ্ন কালভার্টি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে, যেন দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, বর্তমানে কালভার্টের উপর দিয়ে একটা যাতায়াত করতে ওজীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এখানকার পাড়ার জনসাধারণ ও জনপ্রতিনিধিরা জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত টমটম, মিশুক ও সি এন জি অটোরিকশা চলাচল করে থাকে। কিন্তু এই কালভার্টের এই মরন ফাঁদের জন্য এ রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
এ ব্যাপারে এই ওয়ার্ড মেম্বার কে এম জিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান এই কালভার্টের পূনঃ সংস্কার করার জন্য আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করেছি এবং আশ্বাস দিয়ে বলেছেন ইউনিয়ন পরিষদের বরাদ্ধ আসলে কালভার্টি পূনঃ সংস্কার করে দিবেন মর্মে আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকের সাথে যোগাযোগ করলে তিনি জানান সামনে কোন বরাদ্দ আসলে ঐ কালভার্টি পূনঃ সংস্কার করা হবে।

