লাখাইয়ে বেড়েছে কম বয়সের চালকের দৌরাত্ম্য
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে কম বয়সের ছেলেরা বিভিন্ন যানবাহনের ড্রাইভার সেজে চষে বেড়াচ্ছে বিভিন্ন রাস্থা ঘাটে। ফলে ঘটছে অহরহ দূর্ঘটনা। এ বয়সে লেখা পড়ায় মনোযোগ দেয়ার কথা তা না করে ছুটছে টাকার পিছনে। এর দায়ভার নিবে কে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ফুরুক মিয়ার ছেলে ফয়সল (১০) এবং আলী মিয়ার ছেলে সুমনকে (১৩) ইজিবাইক চালিয়ে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে।
এ ব্যাপারে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অচিরেই এর একটা ব্যবস্থা নিব।
তিনি আরো জানান, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত মাসিক আইন শৃংখলা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারে যেখানে সেখানে গাড়ী পার্কিং করতে পারবে না এই ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ী পার্কিং প্লেইটের ব্যবস্তার কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্দিষ্ট স্হানে গাড়ী পার্কিং না করে যদি অনির্দিষ্ট স্হানে গাড়ী পার্কিং করে তা হলে তাদেরকে আইনের আওতায় এনে যথাযত ব্যবস্তা নেয়া হবে।

