লাখাইয়ে বৃষ্টি ও বর্ষার পানির অভাবে আমন জমি গোঁ চারনে পরিণত
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা; হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বৃষ্টির অভাবে বোনা আমন ধান চাষ করতে না পারায় লাখাই উপজেলার বিভিন্ন হাওর গোচারণে পরিণত হয়েছে।
লাখাই উপজেলার মোড়াকরি, বামৈ, মুড়িয়াউক, করাব ও বুল্লা ইউনিয়নের বিভিন্ন হাওড় ঘুরে দেখা বোনা আমন জমি এখন গোচারণে পরিণত। এখন আষাঢ় মাস শেষ পর্যায়ে কিন্তু দেখা মিলেনি বর্ষার পানি।
ফলে কৃষকের গরু অবাদে ঘুরে ঘুরে ঘাস খেতে দেখা গেছে বিভিন্ন হাওড়ে। ফলে গরু ঘাস খেতে বাধা নেই কৃষকের। লাখাই উপজেলার বেশ কয়েকজন কৃষক জানান বৈশাখ মাসে বৃষ্টি না হওয়ার আমরা বোনা আমন ধান চাষ করতে পারি নাই। এতে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পরেছি। তারা আরো জানান গেল বছরও হঠাৎ বন্যায় বোনা আমন পানিতে তলিয়ে গিয়েছিল সেই ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারিনি। কৃষকগন আরো জানান আষাঢ় মাসে যে জমিতে পানি থাকার কথা ছিল ৪ থেকে ৫ ফুট পানি বর্তমানে সেই জমিতে এখন আমরা গরু চড়াইয়া ঘাস খাওয়াচ্ছি।
এ ব্যাপারে লাখাই উপজেলার কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজানের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান এ বছর লাখাই উপজেলায় বোনা আমন ধানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৫ শ হেক্টর জমি, কিন্তু বৃষ্টি না হওয়ায় অর্জন হয়েছে মাত্র ৮ শ হেক্টর জমি, বৃষ্টির অভাবে বোনা আমন জমি অনাবাদি হয়ে পরে ২৭ হেক্টর জমি।
এতে কৃষকের ৪১ শ মেঃ টঃ ধান উৎপাদন থেকে কৃষকগন ক্ষতির সম্মুখীন হয়ে পরেছে। তিনি আরো জানান আগামী রোপা আমন ধান চাষে আবহাওয়া যদি অনূকূলে থাকে তা হলে হয়তো কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আমি আশাবাদী।

