লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম রবিবার (২৫ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। তিনি দুই পুত্র, তিন কন্যা ও স্ত্রী সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলামকে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় রাষ্টীয় মর্যাদায় তাঁর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের একটি টিম যথাযোগ্য মর্যাদায় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধার অকাল মৃত্যুতে উপজেলা প্রশাসন, বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা প্রয়াত বাীরমুক্তিযোদ্ধার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি- মোঃ বাহার উদ্দীন ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ,বাংলাদেশ প্রেসক্লাব লাখাই কমিটির আহবায়ক মহি উদ্দীন রিপন,উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন।

