লাখাইয়ে বিষ্ফোরক ও পুলিশ এ্যাসল মামলার গ্রেপ্তার ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৫ PM, ২২ নভেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাইয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষ্ফোরক ও পুলিশ এ্যাসল মামলার ২ আসামীকে গ্রেপ্তার করছে লাখাই থানার পুলিশ।

থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২২ নভেম্বর)  বেলা ১১টায় স্থানীয় বুল্লা বাজারে এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ  অভিযান চালিয়ে বিষ্ফোরক ও পুলিশ এ্যাসল মামলার ২ আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সিংহগ্রামের মিয়া হোসেনের ছেলে রবিউল মিয়া ও ইয়াকুব মিয়ার ছেলে শফিকুল ওরপে শাবাল মিয়া।

বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া নিশ্চিত করছেন।

আপনার মতামত লিখুন :