লাখাইয়ে বাপার উদ্যোগে তালের চারা রোপন করলেন মাসুদুর রহমান
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে বাপার উদ্যোগে বুল্লাবাজারে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের চারা রোপন করলেন সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান।
সোমবার(৪সেপ্টেম্বর) লাখাইয়ের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে তালের চারা রোপন এর অংশ হিসাবে দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার সংলগ্ন হজরত শাহ বায়েজিদ (রঃ) মাজার প্রাঙ্গনে তালের চারা রোপন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে তালের চারা রোপনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান,
বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, বুল্লা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল কাইয়ুম, থানা পুলিশের উপ- পরিদর্শক ( এস,আই) জহির আলী, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, মহিউদ্দিন আহমেদসহ ব্যবসায়ী বৃন্দ।
এ সময় সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। তালের চারা সহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
