লাখাইয়ে বন্যা পরবর্তী ভ্যাপসা গরমে বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৪ PM, ১৯ জুলাই ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে বন্যা পরবর্তি প্রচন্ড গরমে বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ও পুরুষ ওয়ার্ডে বিভিন্ন রোগে আক্রান্ত লোকজন। মহিলা ওয়ার্ডে ভর্তি তেঘরিয়া গ্রামের ছাবু মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৬০)।

তিনি দুদিন যাবত ডায়রীয়া জনিত রোগে ভর্তি আছেন। ভাদিকারা গ্রামের ফালান মিয়ার স্ত্রী ফুলবানু (৫০) তিনি প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আছে।

নোয়াগাও গ্রামের সামছু মিয়ার স্ত্রী আব্দার বেগম ( ৬৫) তিনিও ডায়রীয়া জনিত রোগে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।

মঙ্গলবার (১৯জুলাই) সকাল ১১টায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে এ সব চিত্র পরিলক্ষিত হয়।

এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জগবন্ধু পালের সাথে আলাপ কালে তিনি জানান, বর্তমান প্রচন্ড গরমের কারনে ডায়রীয়া, জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্ট,ও ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা আমাদের সাধ্যমত রোগিদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের চেস্টার কোন প্রকার কমতি নেই।

এসব রোগের রোগিদের ঔষধ পত্র ঠিকমত পাচ্ছে কি না জানতে চাইলে তিনি জানান, আমাদের হাসপাতালে রোগিদের রোগ অনুযায়ী ঔষধ সরাবরাহ যথেষ্ট মওজুদ রয়েছে।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষ্টোর কিপার অজিত কুমার দেব নাথ জানান, ডায়রীয়া রোগীর ও কলেরা রোগিদের স্যালাইন যথেষ্ট পরিমানে মওজুদ আছে।

তিনি আরো জানান, আমার এখানে যে পরিমান স্যালাইন মওজুদ আছে তা দিয়ে ২০২৫ সাল পর্যন্ত সরবরাহ দিতে পারবো বলে আমরা আশাবাদী।

আপনার মতামত লিখুন :