লাখাইয়ে বন্যায় পীড়িত ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩১ PM, ১৬ অগাস্ট ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাইয়ে বন্যায় পীড়িত ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার ১৬ আগস্ট লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট হবিগঞ্জ জেলার উদ্যোগে বন্যায় পীড়িত ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শিক্ষা উপকরণ বিতরণ সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এবং অনুস্টান কালাউক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেমেন্দ্র চন্দ্র দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল আলম। (শিক্ষা ও আই সি টি) শিক্ষা উপকরণ বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোওালেন।

আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা স্কাউট কমিশনার, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দীন, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী, বুল্লা সিংহগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করীম, তেঘরিয়া এস ই এস ডি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীরুল ইসলাম আলম সহ শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি মোঃ রফিকুল আলম লাখাই উপজেলার  বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন ছাত্র ছাত্রীদের মাঝে  শিক্ষা উপকরণ বিতরণ করেন। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালাউক উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিসান এবং গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়।

আপনার মতামত লিখুন :