লাখাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান তহবিলের চেক বিতরণ
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবারে (১১ আগষ্ট) উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের ৪৫ জন দরিদ্র পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলীনুর জানান, গতকাল (১০ আগষ্ট) বুধবার ১৫ টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয় এবং আজ বৃহস্পতিবার আরও ৩০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ হাজার চেক প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ১০ ও ১১ আগষ্ট ২ দিনে ৪৫ পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলীনুর।
এ সময় আরও উপস্তিত ছিলেন, পজিব কর্মকর্তাকে এম আবদুস শাহেদ এবং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ খোকন চন্দ্র গোপ ও ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

