লাখাইয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯২ তম জন্ম বার্ষিকী উদযাপন, সেলাই মেশিন বিতরণ
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
লাখাইয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন লাখাইয়ের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। এ আলোচনা সভায় আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবু হেনা মোস্তফা জামান, কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, পঃপঃ কর্মকর্তা গৌতম কুমার সাহা, লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।

