লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের রাত্রিকালিন রনপাহারায় সন্দেহভাজন ৩ আসামীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন করাব গ্রামের মোঃ হায়দর চৌধুরী, আহাম্মদ আলী ও মনতৈল গ্রামের জানে আলম কে আটক করে থানায় নিয়ে আসে।
লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে লাখাই থানার এ এস আই সাদেকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ রাত্রকালিন রনপাহারারতাবস্থায় রাত ১টার সময় বুল্লা বাজারের দক্ষিণে সিংহগ্রাম আব্দুল কাদিরের মুদিমালের দোকানের সামনে আটককৃত আসামীরা সন্দেহজনক ঘুরসঘুরি করলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে না পারায় সন্দেহ ভাজন হিসেবে কাঃ বিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।