লাখাইয়ে পলাতক ২ আসামী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামীরা হলেন শাহ আলম, মারজান মিয়া, শামসুজ্জামান।
লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার এস আই ফারুক খন্দকার ও এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে আসামীদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অপর এক অভিযানে এস আই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ কাঠাইয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শামসুজ্জামান (২৮)কে নিয়মিত মামলায় গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার (১৯ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ও/ সি তদন্ত চম্পক দাম।

