লাখাইয়ে নির্যাতনকারী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা ও মহল্লাবাসী
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে পিতার অবাধ্য ছেলেকে পিতা ও মহল্লাবাসী তুলে দিলেন পুলিশের হাতে।
লাখাই থানার এস আই সাদরুল হাসান খান জানান, বৃহস্পতিবার রাতে মহল্লাবাসী মো. জীবন মিয়ার পিতা বিলাত আলী থানায় খবর দিলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে সঙ্গী পুলিশ ফোর্সসহ ঘটনাস্হলে পৌছে জীবন মিয়াকে ১৫১ ধারায় আটক দেখিয়ে থানায় নিয়ে যান।
পিতা ও মহল্লাবাসীর অভিযোগ জীবন মিয়া পিতা মাতার ওপর দীর্ঘদিন যাবত মানসিক ও শারীরিক নির্যাতন করে। এরই প্রেক্ষিতে শুক্রবার (১৮নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

