লাখাইয়ে নির্মাণের ১৬ বছর পর পরিত্যক্ত ঘোষনা বিদ্যালয় ভবন, জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ PM, ১২ এপ্রিল ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের ১৬ বছর পর পরিত্যক্ত ঘোষনা করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায় ২০০৬-২০০৭ অর্থ বছরে  ঠিকাদার নজরুল ইসলাম চৌধুরী সুবিদপুর ১৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ করেছিলেন কিন্তু নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায়  ২০১৯ সালে ঐ বিদ্যালয় ভবনটি ধসে পরার সম্ভাবনা দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা পরিত্যক্ত ঘোষনা করেন। কিন্তু পরিত্যক্ত ঘোষনার পর ঐ বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সুবিদপুর গ্রামের রাস্থার দক্ষিন পাশেই একটি টিনের চাফটা ঘর তৈরি করে সেখানে চলছে পাঠদানের কার্যক্রম।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র /ছাত্রী ও শিক্ষকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।

এ ব্যাপারে সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্যের সাথে যোগাযোগ করলে তিনি জানান ঐ বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণার পর থেকে এই টিনের চাপটা ঘরে কোমলমতি ছাত্র ছাত্রী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে কারন বিদ্যালয় চলাকালীন সময়ে যদি  ঝড়তুফানে ঘরটি উড়িয়ে দেয় তখন হয়তো প্রাণহানীর সম্ভাবনা রয়েছে।

তিনি জানান নতুন ভবন নির্মাণ করতে হলে জমির প্রয়োজন ৩৩ শতক কিন্তু এ গ্রামে ঐ পরিমান কোন জমিও নাই তাই এই বিষয়ে চেষ্টা চলছে কিছু একটা করা যায় কি না।

তিনি জানান কিছু দিন আগে বিশ্বব্যাংক থেকে একটি টিম আসছিলেন জায়গা পরিদর্শন ও সয়েল টেষ্ট করার জন্য।

তিনি জানান বর্তমানে শ্রেনী সংকটের কারনে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত হচ্ছে। কারন আমরা ৪ জন শিক্ষা এবং ছাত্র ছাত্রী সংখ্যা ২১৯ জন তাই দুই শিফটে ক্লাস করতে হচ্ছে।

এ ব্যাপারে লাখাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, সেখান প্রস্তাব পাশ হলেই হয়তো যত তাড়াতাড়ি সম্ভব সুবিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করতে পারব।

আপনার মতামত লিখুন :