লাখাইয়ে নারী ও শিশু নির্যাতন মামলার মাদ্রাসার ছাত্রী ভিকটিমকে উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৬ PM, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ)প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের শেখ মোখলেছুর রহমানের মেয়ে জিরুন্ডা মানপুর তোফাইলিয়া দাখিল মাদ্রসার ছাত্রী শারমিন আক্তার (১৪) ভিকটিম কে পুলিশ উদ্ধার করেছে।

থানা সুত্রে জানা যায়, এস আই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারী)  দিবাগত রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে ভিকটিম শারমিন আক্তার নামে ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য যে, ভিকটিমের পিতা মোঃ শেখ মোখলেছুর রহমানের দায়েরী দরখাস্ত সুত্রে জানা যায় বিগত ২৩ ফেব্রুয়ারী সকাল অনুমান ১০টায় জিরুন্ডা মানপুর তোফাইলিয়া দাখিল মাদ্রসায় যাওয়ার পথে জিরুন্ডা বাজারে উত্তর পূর্ব পাশে পাকা রাস্থা থেকে সন্তোষ পুর গ্রামের মোঃ রাজু মিয়া সহ অপরাপর আসামীদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।

দায়েরী মামলায় বাদী আরো বলেন, প্রায় সময়ই আসামী মোঃ রাজু মিয়া আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রেমের প্রস্তাব দিত এতে আমি অনিহা প্রকাশ করায় একে অপরের যোগসাজসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।এ ঘটনায় শেখ মোখলেছুর রহমান বাদী হয়ে মোঃ রাজু মিয়া সহ ৪ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শৈলেশ চন্দ্র দাস জানান, ভিকটিম কে নারী শিশু নির্যাতন আইনে ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হবে।

এ মামলার ভিকটিমের উদ্ধারের বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :