লাখাইয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্ম দিন।
লাখাই উপজেলা প্রশাসনের আয়োজিত মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় লাখাই উপজেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এবং সভায় সঞ্চালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার মাসুদুর রহমান।
আলোচনা সভায় আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু, লাখাই উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ইশমাত কামাল, আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংবাদিক মহসিন সাদেক, পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়সহ
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ মোস্তাক আহমেদ ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। পরিশেষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানাসহ উপস্থিত অতিথি বৃন্দ।
আলোচনায় সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জীবনালেখ্যর উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

