লাখাইয়ে তিন সন্তানের জননী বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাইয়ে তিন সন্তানের জননী বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে মর্মে খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামের স্বপ্না বেগম (৩০) বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। লাখাই থানা সুত্রে জানা যায় মারুগাছ গ্রামের আজিজুল হকের স্ত্রী স্বপ্না বেগম বুলেট ট্যাবলেট খাওয়ার পর তার পরিবারের লোকজন জানতে পেয়ে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং লাখাই থানায় সংবাদ দেয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশে পুলিশের উপ-পরিদর্শক শাহানুর ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে লাশ উদ্ধার করে মৃতার লাশ সুরতহাল তৈরী করে লাশ লাখাই থানায় নিয়ে আসে। মৃতার লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদরে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় লাখাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান এ ঘটনার সংবাদ পেয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন। মৃতার লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদরে মর্গে প্রেরন করা হয়ে।
খোঁজ নিয়ে জানা যায় মৃতা স্বপ্না বেগমের ১ছেলে ও ২ মেয়ে রয়েছে।

