লাখাইয়ে ডেঙ্গু আক্রান্তের পাদুর্ভাব, বেড সংকট ভোগান্তিতে রোগীরা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৬ PM, ১৭ জুলাই ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ডেঙ্গু আক্রান্তের পাদুর্ভাব দেখা দিয়েছে। বেড সংকট ভোগান্তিতে সেবা নিতে আসা রোগিরা।

সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে ৩১ শয্যা হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ জন তন্মধ্যে ৯ জন রোগী হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছে।

হাসপাতাল সুত্রে জানা যায় পুরুষ রোগী ২৬ জন নারী রোগী ১১ জন শিশু রোগী ৬ জন এবং গর্ভবতী নারী ২জন রোগী ভর্তি আছে।

এ ব্যাপারে লাখাই উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীনের সাথে আলাপ কালে তিনি এ প্রতিনিধি কে জানান লাখাই উপজেলায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বৃদ্ধির কারন জানতে চাইলে তিনি জানান ডেঙ্গু আক্রান্ত রোগীরা ঢাকা পুরাতন শহরে বসবাসকারী রোগীর সংখ্যা বেশী। তারা ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিচ্ছে।

রোগীর বেড সংকটের কারন জানতে চাইলে তিনি জানান দীর্ঘদিন আগে এ হাসপাতাল ৫০ শয্যায় উন্নিত হলেও এখনও আইনী জটিলতার কারনে চালু করতে বিলম্ব হচ্ছে, তবে অচিরেই ৫০ শয্যার হাসপাতাল চালু করার জন্য চেষ্টা চলছে।

তিনি আরো জানান আজ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১১ জন কিন্তু জনবল সংকট থাকা সত্বেও আগত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

 এ ব্যাপারে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের শাহ আলম ও ভাদিকারা গ্রামের টাইফয়েড রোগী আব্দুল মতলিব ও নাম প্রকাশে অনিচ্ছুক সেবা নিতে আসা নারী রোগীরা বলেন  বেড সংকটের কারনে আমরা হাসপাতালের বারান্দায় দিনযাপন করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে।
হাসপাতালে সেবা নিতে আসা রোগিদের দাবী জরুরি ভিত্তিতে ৫০ শয্যা হাসপাতাল চালু করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আপনার মতামত লিখুন :