লাখাইয়ে জেলা প্রশাসক দেবী চন্দ’র মতবিনিময় সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৯ PM, ৩১ অগাস্ট ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা;  হবিগঞ্জের লাখাইয়ে  জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাএবং রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারি, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের  মিলনায়তনে মত বিনিময় সভায় লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও লাখাই উপজেলার পঃপঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ,
বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ, উপজেলা কৃষি সম্প্রসারন কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, আ’লীগের সহ সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,
উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম,  লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশিষ দাশ গুপ্ত, প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, প্রানেশ গোস্বামী, লিটন চন্দ্র সুত্রধর, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,  বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সভায় প্রধান অতিথি দেবী চন্দ বলেন আজকের ছেলে মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার আহবান জানিয়ে তিনি আরো বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি  ইঙ্গিত করে দেবী চন্দ বলেন আপনারা সব সময় সজাগ দৃষ্টি ও সন্ত্রাসী হামলা থেকে এ উপজেলা তথা সারাদেশকে মুক্ত রাখার জন্য কাজ করার জন্য  আহবান জানান।  সভা শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লাখাই পবিস এর এজিএম শরিফুল ইসলাম ও গীতা পাঠ করেন কামনা রঞ্জন দাশ।
এর আগে লাখাই উপজেলা সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের কে নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। পরিশেষে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সভা সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :