লাখাইয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ৫ আসামী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৭ PM, ১০ নভেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে  জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৫ জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়,

থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়ার দিকনির্দেশনায় এস আই মোঃ সাদরুল হাসান খান একদল সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম সহ ৫ আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বুধবার (৯ নভেম্বর)  দিবাগত রাত ৮টার সময় লাখাই থানার করাব ইউনিয়নের সিংহগ্রাম(দায়রল) মহল্লাহ অভিযান চালিয়ে শাহাব উদ্দীনের ছেলে মোঃ শামসু উদ্দিন (২২) আঃ আহাদের ছেলে হেলাল মিয়া(৩০) দুলন মিয়ার ছেলে লিটন মিয়া (৩১) আমীর আলীর ছেলে নুরুল হক ও দুলন মিয়ার ছেলে সুমন মিয়াকে (৩০) জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ৫২টি তাস ও নগদ ২৬ শত টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে এবং আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার কৃত আসামীদের বৃহস্পতিবার (১০ নভেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।  আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :