লাখাইয়ে জাতীয় স্যানিটেশন দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
লাখাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৫শে অক্টোবর) সকাল ১১টায় লাখাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এই দিবসটি পালিত হয়েছে।
র্যালী শেষে লাখাই উপজেলা সভা কক্ষে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় উক্ত দিবসের উপর বক্তব্য রাখেন, লাখাই পজিব কর্মকর্তা কে এম শাহেদ, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ডাঃ আবু হেনা মোস্তফা জামান, বিশিষ্ট মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়, মাস্টার আব্দুল মতিন, সাংবাদিক বাহার উদ্দীন।
সভায় আরো উপস্থিতি ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র, লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সি এ হৃদয় সূত্রধর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
উক্ত সভায় জাতীয় স্যানিটেশনের উপর বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ দিবসের র্যালীতে অংশ গ্রহন করেন কালাউক উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী বৃন্দ। র্যালী শেষে উপস্থিত সকলকে কি ভাবে পরিস্কার পরিছন্ন থাকতে হবে এবং কি ভাবে হাত পরিস্কার রাখতে হবে সে বিষয় প্রশিক্ষন দেন স্যানিটারী ইনস্পেকটর বিধান চন্দ্র।

