লাখাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩০ PM, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি ” এ শ্লোগান কে সামনে রেখে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন।
এ উপলক্ষে একটি বর্নাঢ্যর‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‍্যালী পরবর্তী আলোচনা সভা বিকাল ৩ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন
বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক,করাব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)  চম্পক দাম, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাসগুপ্ত।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মুফতি রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ ভট্টাচার্য্য।
উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন বিভাগের ৬ স্টল স্থান পায়।
প্রধান অতিথি ও অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। দিবসটির উদ্ধোধন করেন প্রধান অতিথি এডভোকেট মুশফিউল আলম আজাদ।

আপনার মতামত লিখুন :