লাখাইয়ে জাতীয় গণহত্যা দিবস উদযাপন ও আলোচনা সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩২ PM, ২৫ মার্চ ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলায় জাতীয় গনহত্যা দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ)  সকাল ১০ টায় লাখাই উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে  ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাকিল খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমীরুল ইসলাম আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন,  প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, লাখাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া,  বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,  লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার চীফ রিপোর্টার আতাউর রহমান ইমরান।

আরো উপস্তিত ছিলেন সাংবাদিক সুশিল চন্দ্র দাস সহ অনেক নেতৃবৃন্দ।  সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এম এ ওয়াহেদ, গীতা পাঠ করেন লাখাই উপজেলা কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয়  সুত্রধর।

সভায় সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দ সহ বক্তারা জাতীয় গনহত্যা দিবসের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :