লাখাইয়ে জলিল হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে চাঞ্চল্যকর জলিল হত্যা মামলার ২ আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামীরা হলেন মোঃ আব্দুল্লাহ ও মোঃ নাঈম মিয়া।
লাখাই থানা সুত্রে জানা যায় গত ১৪ এপ্রিল সাবেক মেম্বার নোয়াজ আলী ু বর্তমান মেম্বার সবুজ মিয়ার মাঝে দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় আব্দুল জলিল নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল খুন হয়। এ ঘটনায় লাখাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এ মামলায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় এস আই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রবিবার (১৪ মে) অভিযান চালিয়ে মিরপুর গ্রাম থেকে বেলা ৩ ঘটিকার সময় রৌশন আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪) ও আয়ুব আলীর ছেলে মোঃ নাঈম মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে সোমবার (১৫ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

