লাখাইয়ে চোরাই মাল উদ্ধার, কিশোর সহ গ্রেপ্তার ৪
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক কিশোর সহ ৪জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানা সুত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাতে লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রাম বউ বাজারে স্বর্নের ব্যবসায়ী নোয়াগাও গ্রামের মনিন্দ্র চন্দ্র দাসের ছেলে প্রবির দাসের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
প্রবির দাস ২০ সেপ্টেম্বর দোকানে এসে দেখতে পায় তার দোকান চুরি হয়েছে। এই বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে স্হানীয় লোকজন তাৎক্ষনিক ঘটনা স্থলে এসে সত্যতা পেয়ে বামৈ পূর্ব গ্রামের শিশু আসামী রফিকুল ইসলাম ও এলাউনকে জনতা আটক করে লাখাই থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌছে আটক ২জন কে পুলিশের হেফাজতে নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনাটির রহস্য উদঘাটিত হয়।
এরপর পুলিশ অন্য আসামীদের ধরতে দিনভর অভিযান চালিয়ে বামৈ গ্রামের মৃত মলু মিয়ার ছেলে সাক্কু মিয়া(৩৮) ও নোয়াগাও গ্রামের প্রবেশ দাসের ছেলে স্বর্ন ব্যবসায়ী নিলয় দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে ও আসামীদের স্বীকারোক্তি মতে চোরাই মাল ও নগদ টাকা সহ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে প্রবির দাস বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত শিশু আসামী রফিকুল ইসলামকে (১৩) বিজ্ঞ জেলা ও দায়রা জজ কিশোর আদালতে প্রেরন করা হয়েছে। এবং আটককৃত অপর আসামী ১। এলাউন (২২) ২।সাক্কু মিয়া (৩৮) নিলয় দাসকে (২৫) হবিগঞ্জ চীপ জুডিশিয়াল আদালতে ২১ সেপ্টেম্বর বুধবারে সোফর্দ করা হয়েছে। আসামী আটকের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া নিশ্চিত করেছেন।

