লাখাইয়ে চার মাদক সেবনকারীর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪২ PM, ২৫ জুলাই ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাইয়ে চার মাদক সেবনকারীর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক রফিকুল ইসলাম সঙ্গীয় লোকজন নিয়ে গোপন সংবাদের ভিওিতে লাখাই উপজেলার সিংহগ্রামে অভিযান চালিয়ে শহিদ মিয়ার বাড়ীতে গাঁজা সেবনকারী পশ্চিম বুল্লার মৃত ইদ্রিছ আলীর ছেলে আব্দুল হান্নান (৪২), কাঙ্গালী মিয়ার ছেলে জব্বার মিয়া (৩২) সিংহগ্রামের মৃত সামছু উদ্দীন তালুকদারের ছেলে শহিদ মিয়া (৫১) ও মৃত খতিব হোসেনের ছেলে শাহরুখ মিয়াকে (৫১) গাঁজা সেবন অবস্থায় আসামীদের হাতে নাতে আটক করে।

পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনকে বিষয়টি অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে  মাদক সেবনকারীদেরকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১শত ২৫ টাকা জরিমানা করেন এবং গাঁজা সেবনের সরঞ্জামাদী জব্দ করা হয়।

আসামীদের হবিগঞ্জের আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত লিখুন :