লাখাইয়ে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ নুরুল বশর চৌধুরীর দিক নির্দেশনায় এস আই মোঃ শাজাহান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে লাখাই ইউনিয়নের চিকনপুর নৌকা ঘাটে মঙ্গলবার দুপুর পৌনো ১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলী (গুচ্ছগ্রাম) এর আসকর আলীর ছেলে রজব আলীকে (২৫) ৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে পুলিশ। যার বাজার মূল্য ১ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
