লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বুল্লা বাজারে পরিদর্শনে ইউএনও নাহিদা সুলতানা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া বুল্লাবাজার পরিদর্শন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা।
রবিবার (২১ মে) বিকেলে লাখাই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে কাঁচা,আধাপাকা ও ছাপড়া ঘর এর ব্যাপক ক্ষতি সাধন হয়।
এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা উপজেলার ক্রমবর্ধমান বাজার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার কালবৈশাখী ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায়।বাজারের অস্থায়ী ছাপড়া ঘর ঝড়ের আঘাতে মাটির সাথে মিশে গেছে।
অসংখ্য স্থায়ী দোকানের চালা উড়ে গেছে। ব্যবসায়ীরা মালামাল নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।এ অবস্থা প্রত্যক্ষ করতে ও ব্যবসায়ীদের দূর্দশা সরজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সোমবার(২২ মে) সকাল ১১ টায় তিনি বুল্লাবাজার এর ক্ষতি গ্রস্ত দোকান ঘরে পরিদর্শন করেন এবং দোকানীদের খোঁজ খবর নেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দেয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান ক্ষতিগ্রস্তরা যথাযথ ভাবে আবেদন করলে আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন প্রেরন করার পর যদি জেলা প্রশাসক অনুমোদন দেন তা হলে আমরা ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দেয়া হবে।

