লাখাইয়ে এ পর্যন্ত ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত, নতুন সনাক্ত ৬ জন
লাখাই( হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় এ পর্যন্ত ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে মর্মে হাসপাতাল সুত্রে জানা গেছে।
আজ শনিবার (২২জুলাই) লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে আজ ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৬ জন। এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি খোঁজ নিয়ে দেখেছি এ স্বাস্থ্য কেন্দ্রে যতগুলি ডেঙ্গু আক্রান্ত রোগী এসেছে সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি থাকিয়া চিকিৎসা সেবার মাধ্যমে রোগীরা সুস্থ হয়েছে।
তিনি আরো জানান আমার এই হাসপাতালে জনবলের অভাবের কারনে রোগীদের কে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। আজ শনিবার কতজন ডেঙ্গু আক্রান্ত সনাক্ত করেছেন জানতে চাইলে তিনি জানান, আমি সঠিক হিসেব দিতে পারব না তবে আপনি আরএমও ডাঃ তাজরিন মজুমদারের কাছে সঠিক জানতে পারবেন। আরএমও ডাঃ তাজরিন মজুমদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান এ পর্যন্ত লাখাই উপজেলার ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিয়েছি এবং শনিবার ৬ জনের ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত রোগী সহ যারা এ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে তাদের কে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন কি না জানতে চাইলে তিনি জানান জনবলের অভাবের কারনে রোগীদের কে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না তবে আমরা আমাদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি।
হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ঔষধ আছে কি না জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা কাজী শামসুল আরেফীন জানান আমার এ স্বাস্থ্য কেন্দ্রে ঔষধের কোন ঘাটতি নেই।

