লাখাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৮ PM, ১২ সেপ্টেম্বর ২০২৩

Spread the love
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য সহকারী  ও বেলা  ০১ঘটিকায় সিএইচসিপি গনের আগষ্ট ২০২৩ মাসের মাসিক সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন।
 ডাঃ একে এম মঞ্জুরুল আহসান মেডিকেল ( ডিজিস)
স্বাস্থ্য সহকারীগনের ওয়ার্ড ভিত্তিক যাবতীয় কার্যক্রম পাওয়ার পয়েন্টে প্রর্দশন পূর্বক বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
IPC জোড়দার করা ও গাইড লাইন অনুসরণ করে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন।
কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্টে প্রদর্শন পূর্বক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয়  নির্দেশনা ও প্রদান করেন।DLI,DLR ও PNRI সহ সিসি ভিত্তিক সামগ্রিক অন-লাইন রির্পোটিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্নতাঃপ্রতিটি সিসি এর চারপাশ ও ভিতর অংশ নিয়মিত পরিচ্ছন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এ সভায়।
সন্দেহজনক যক্ষা রোগী প্রেরণ সংখ্যা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়।
সময়মত কর্মক্ষেত্রে উপস্হিতি নিশ্চিত করতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশনা প্রদান ডা. কাজী শামসুল আরেফীন।

আপনার মতামত লিখুন :