লাখাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
লাখাই( হবিগঞ্জ) প্রতিনিধি; লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২আগষ্ট) সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য সহকারী ও দুপুর ০১ঘটিকায় সিএইচসিপি গনের জুলাই ২০২৩ এর মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডা.কাজী শামসুল আরেফীন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার
ডা. একেএম মঞ্জুরুল আহসান, (ডিজিস কন্ট্রোল) এবং মাকসুদুর রহমান, টেকনিক্যাল ম্যানেজার -নিউট্রেশান,সূচনা।
স্বাস্থ্য সহকারীগনের ওয়ার্ড ভিত্তিক যাবতীয় কার্যক্রম পাওয়ার পয়েন্টে প্রর্দশন পূর্বক বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
IPC জোড়দার করা ও গাইড লাইন অনুসরণ করে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়। এবং
কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্টে প্রদর্শন পূর্বক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
DLI,DLR ও PNRI সহ সিসি ভিত্তিক সামগ্রিক অন-লাইন রির্পোটিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডেঙ্গু ও ডায়রিয়া প্রতিরোধে প্রয়োজনীয়” স্বাস্থ্য শিক্ষা” প্রদান কার্যক্রম জোরদার করতে সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
সন্দেহজনক যক্ষা রোগী প্রেরণ সংখ্যা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়।
সময়মত কর্মক্ষেত্রে উপস্হিতি নিশ্চিত করতে সকলের আহবান ও নির্দেশনা প্রদান করেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন।

