লাখাইয়ে উপজেলা সম্প্রীতি সমাবেশ
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
লাখাইয়ে সরকারী কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ নিয়ে উপজেলা সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) লাখাই উপজেলা হ্যালিপ্যাড মাঠে দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন হবিগন্জ- লাখাই- শায়েস্তাগন্জ এর সংসদসদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এম,পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম,গীতা পাঠ করেন গৌতম কুমার রায়। আলোচনায় অংশ নেন ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,৬ নম্বর বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,বাীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি-প্রানেশ গোস্বামী,থানা মসজিদ এর ইমাম মাওঃ মহিবুর রহমান,লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম।
সভায় প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, ধর্মীয় সম্প্রীতির ঐহিত্যগত ধারা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীন ভাবে পালন করবে। নিজের ধর্ম প্রতিপালনের সাথে সাথে অন্য ধর্মের প্রতি সহনশীল থাকতে হবে।
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। কোন প্রকার অপপ্রচার ও গুজব রটনাকারীদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। পরে প্রধান অতিথি উপজেলা প্রশাসন আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন,অনুদান এর চেক বিতরন এবং শারদীয় দূর্গা পূজায় লাখাইর পূজামণ্ডপ গুলোতে অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

