লাখাইয়ে উপকারভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ ও আলোচনা সভা
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা; লাখাই উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে ছাগল ও উপকরণ বিতরণ হাওর প্রকল্প’র আওতায় ছাগল পালন প্যাকেজভুক্ত নির্বাচিত সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় লাখাই উপজেলা অডিটোরিয়াম হলে লাখাই উপজেলার ৪টি ইউনিয়নের এক শত কৃষক কৃষাণীর মাঝে দুই শত দেশী জাতের ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলার প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত ডাঃ শাহাদাত হোসেন।
লাখাই উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন।
সভায় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান, মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুখ,পজিব কর্মকর্তা একে এম শাহেদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দুল মান্নান ও গীতা পাঠ করেন কামনা রঞ্জন দাশ।
পরিশেষে ছাগল ও উপকরণ বিতরণের শুভ উদ্ধোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এবং কৃষক ও কৃষাণীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করেন অতিথি বৃন্দ।

