লাখাইয়ে ইয়াবা ও নগদ অর্থ সহ তিন কারবারি আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৪ PM, ১৬ জুলাই ২০২৩

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলার লাখাইয়ে ইয়াবা ও নগদ অর্থ সহ তিন কারবারি কে আটক করেছে পুলিশ।

লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শৈলেশ চন্দ্র দাস, শাহানুর রহমান ও এ এস আই নাজমুল হায়দার সহ একদল সঙ্গীয় পুলিস ফোর্স  সহ শুক্রবার (১৪ জুলাই)  বিকেলে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে আসামী মৃত ছোয়াব মিয়ার ছেলে আল আমীন (৩০) নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মৃত জহির মিয়ার ছেলে আজহার মিয়া (২২) ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৭২৭০টাকা জব্দ সহ আসামীদের কে আটক করা হয়

এবং শুক্রবার  (১৪ জুলাই)  দিবাগত ভোর রাতে পুলিশের উপ-পরিদর্শক ( এস আই)  শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের অনু মিয়ার ছেলে আব্দাল মিয়া ( ৩০) এর বাড়ীতে অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ সহ আসামীকে আটক করে থানায় নিয়ে আসে।

এসব ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদের কে শনিবার (১৫ জুলাই)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

আপনার মতামত লিখুন :